আপাতত তিহাড় জেলেই থাকতে হবে আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের কাছে তার আত্মসমর্পণের আর্জি নাকচ করে দিল আদালত।
আদালতকে ইডি জানায়,চিদম্বরমকে গ্রেফতার করা জরুরি এবং এই বিষয়ে উপযুক্ত সময়ে পদক্ষেপ করা হবে।কিন্তু চিদম্বরমের আইনজীবী পাল্টা যুক্তি দেন, প্রাক্তন মন্ত্রীকে অত্যাচারের উদ্দেশেই তাঁকে জেলে রাখার ফন্দি এঁটেছে ইডি।যদিও ইডি জানায়, সিবিআই হেফাজতে থাকা জেলবন্দি নেতার পক্ষে মামলার সাক্ষ্য-প্রমাণ লোপ করা সম্ভব নয় বলে তাঁকে এখনই গ্রেফতারের প্রয়োজন নেই।গত 5 সেপ্টেম্বর সিবিআই-এর দায়ের করা আর্থিক প্রতারণা মামলায় চিদম্বরমকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় আদালত।
আরও পড়ুন-শনিবারই রাজীব কুমারকে CBI দফতরে হাজিরা দিতে হতে পারে































































































































