চোরের কবলে রক্ষক!

0
3

এবার কেপমারির শিকার খোদ প্রাক্তন পুলিশকর্মী। বৃহস্পতিবার দুপুরে বারাসত থানার কাছে স্টেট ব্যাংকের সামনে থেকে 75 হাজার টাকা খোয়া গেল প্রাক্তন পুলিশকর্মী সুধীরকুমার দাসের। এদিন সকাল দশটা নাগাদ ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন তিনি। টাকা নিয়ে ব্যাগে রেখে ব্যাঙ্কের সামনে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন বৃদ্ধ সুধীরকুমার। অভিযোগ, হঠাৎই তাঁর নজরে পড়ে, ব্যাগে রাখা টাকা নেই। তৎক্ষণাৎ বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধ। কীভাবে খোয়া গেল টাকা, তার তদন্তে নেমেছে বারাসত থানার পুলিশ।

আরও পড়ুন-NRC’র নামে দেশভাগ করতে দেব না: শ্যামবাজার পাঁচমাথার মোড়ে হুঁশিয়ারি মমতার