“আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কারা এই ষড়যন্ত্র করছে তা জানতে চাই” নিজাম প্যালেস সিবিআইয়ের ডাকে এসে জানালেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বৃহস্পতিবার, তাঁর ভয়েস রেকর্ড করা হয়েছে। সিবিআই দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, একজন দায়িত্বশীল, সচেতন নাগরিক হিসেবে তদন্তে সবরকম সহযোগিতা করবেন। কারণ তিনি মনে করেন, তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্র কে বা কারা করছে, তার পর্দা ফাঁস হোক বলে চাইছেন কাকলি। সেই কারণে যতবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকবে, ততবারই তিনি আসবেন বলে জানান তৃণমূল সাংসদ। এদিন সিবিআই দফতরে আসার কথা ছিল মন্ত্রী শুভেন্দু অধিকারীরও। কিন্তু তিনি আসতে পারবেন না বলে সিবিআইকে জানিয়ে দিয়েছেন। তবে, বারবার ডাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারী হাজির না হওয়ায় জয়েন্ট কমিশনার ক্ষুব্ধ তো বলে সিবিআই সূত্রে খবর।
আরও পড়ুন-বদল হচ্ছে কলকাতা পুলিশের STF-এর নাম






























































































































