শুক্রবার চাক্ষুষ করা যাবে ক্ষুদ্রতম চাঁদ!

0
1

13 বছর আগে দেখা গিয়েছিল। শুক্রবার ফের চাক্ষুষ করা যাবে সব থেকে ছোট চাঁদ। 2006 সালের জানুয়ারি মাসে এই দৃশ্য দেখেছিল দেশের মানুষ। আগামীকাল শুক্রবার পূর্ণিমা রাতে চাঁদকে সব থেকে ছোট দেখাবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, মাইক্রো মুনের ক্ষেত্রে 14 থেকে 30 শতাংশ পর্যন্ত ছোট দেখায় চাঁদ ।