তুলকালাম দার্জিলিং মেলে! মহিলা যাত্রীকে হেনস্থার অভিযোগ জিআরপির বিরুদ্ধে

0
3

ডাউন দার্জিলিং মেলে এক মহিলা যাত্রীতে হেনস্থার অভিযোগ জিআরপির বিরুদ্ধে। বিষয়টি জানিয়ে শিয়ালদহ জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে,শিয়ালদহগামী দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পর বি-4 নম্বর কোচের মধ্যে ঘটে এই ঘটনা। এক মহিলা যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে দীপঙ্কর দে। সে ওই মহিলার বুকে ধাক্কা মারে বলে উঠেছে অভিযোগ।

এরপরেই সহযাত্রীরা প্রতিবাদ করলে ওই কোচ থেকে অভিযুক্ত জিআরপিএফ কর্মী পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন যাত্রীরা। তারপরে নাকি ওই অভিযুক্ত রেল পুলিশের কর্মী একটি এসি কামরার একটি পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। যদিও অভিযোগকারী মহিলার পরিবারের সদস্য এবং অন্যান্য সহযাত্রীরা তাকে খুঁজে পেয়ে যান।

জিআরপিএফ কর্মী দীপঙ্কের দে-র বিরুদ্ধে আরও অভিযোগ, দূরপাল্লার ট্রেনে কর্তব্যরত অবস্থায় থাকলেও তার সঙ্গে কোনও পরিচয়পত্র ছিল না। সেই সঙ্গে তার ইউনিফর্মের উপরে ছিল না কোনও নেমপ্লেট, যেখানে পুলিশের কর্মীদের নাম লেখা থাকে। নিজের নাম বলতেও প্রথমে অস্বীকার করেছিল অভিযুক্ত ওই রেল পুলিশের কর্মী।

যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জিআরপিএফ কর্মী দীপঙ্কর দে।

আরও পড়ুন-বেলগাছিয়া স্টেশনে ফের মেট্রোর সামনে মারণঝাঁপ