দাবি নিয়ে পথে লাল তরুণ ব্রিগেড

0
2

“কম খরচে পড়ুক সবাই, কারখানা-কাজ-বেকার ভাতা চাই” এই দাবিকে সামনে রেখেই রাজ্যের বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে বৃহস্পতিবার নবান্ন অভিযান শুরু হল সিঙ্গুরের বুড়োশান্তি স্টেশন সংলগ্ন এলাকা থেকে। শুক্রবার নবান্নে শেষ হবে এই পদযাত্রা। বিভিন্ন জেলা ও সংগঠনের সদস্যরা ইতিমধ্যেই পদযাত্রায় অংশ নিয়েছেন। যেসব রাস্তা দিয়ে মিছিল যাবে, সেখানেও ছাত্র-যুব সংগঠনের সদস্যরা মিছিলে যোগ দেবেন বলে সূত্রের খবর। শুধু পদযাত্রা নয়, থাকছে পথনাটিকা। অগাস্ট মাস জুড়ে সিঙ্গুরের বেড়াবেড়ি, বাজে মেলিয়া, গোপালনগর সহ বিভিন্ন বিভিন্ন অঞ্চলে ঘুরে কৃষক পরিবারের সঙ্গে কথা বলে জনমত সমীক্ষা তৈরি করেছেন যুব-ছাত্র সংগঠনের সদস্যরা। শিল্পের জন্য কতটা জমির প্রয়োজন? সিঙ্গুরের জমিতে চাষ হচ্ছে কি না? সেই জমিতে স্থানীয় বাসিন্দারা এখন কি চাইছেন? তা নিয়ে একটি সমীক্ষা পত্র নবান্নে জমা দেওয়ার কর্মসূচি রয়েছে।

আরও পড়ুন-কলকাতায় হবে কেন্দ্রীয় ব্যাকটেরিয়া ব্যাঙ্ক