প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট দলে বাদ রাহুল, সুযোগ পেলেন শুভমন

0
1

রবিবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধরমশালায় টি-20 সিরিজ খেলতে নামবে ভারত। তারপরে হবে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলা। আর তার জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। এবারে এই দল থেকে বাদ পড়েছেন কে এল রাহুল ও দলে জায়গা পেয়েছেন শুভমন গিল।

ওয়েস্ট ইন্ডিজদের বিরুদ্ধে টেস্টে ছন্দে ছিলেন না রাহুল। তাই এবার রোহিত শর্মাকে দিয়ে ওপেন করাতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই বাদ পড়েছেন রাহুল। আর শুভমন গিল দারুণ ছন্দে আছেন। তাই তাঁকে দলে সুযোগ দেওয়া হয়েছে।

এবার এক নজরে দেখে নেওয়া যাক 15 সদস্যের ভারতীয় দল।…

বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, মায়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা ও শুভমন গিল।

আরও পড়ুন-কোহলির ট্যুইট ঘিরে ধোনির অবসর জল্পনা