নারদা কাণ্ড: ভয়েস রেকর্ড হলো অপরূপার, আসলেন না শুভেন্দু-ম্যাথু

0
2

নারদা স্টিং অপরাশনের তদন্তে গতি একেবারে চরমে তুলেছে সিবিআই। রাজ্যের একাধিক মন্ত্রী-সাংসদ নেতাদের নারদা নিয়ে জেরা করছে সিবিআই। সূত্রের খবর, নারদা তদন্তে একেবারে শেষ ধাপে দাঁড়িয়ে সিবিআই। এমন সময় নিজাম প্যালেসে সিবিআই দফতরে আজ হাজির দিয়ে গেলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার।

বুধবার প্রায় ঘন্টাখানেকের জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অপরূপা পোদ্দার। জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বিশেষ কিছু না বললেও, তাঁর ভয়েস স্যাম্পেল অর্থাৎ কণ্ঠস্বর নমুনা সিবিআই আধিকারিকরা সংগ্রহ করেছে বলে জানান।

অনেক আগেই অবশ্য অপরূপা পোদ্দারকে হাজিরার নোটিশ পাঠিয়ে ছিল সিবিআই। কিন্তু তিনি আসেননি। না আসার কারণ হিসেবে বলেছিলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি সিবিআই দফতরে আসতে পারেননি। মেডিক্যাল সার্টিফিকেটও দাখিল করেছিলেন।

প্রসঙ্গত, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, মির্জা, মদন মিত্র আগেই সিবিআই দফতরে উপস্থিত হয়ে কণ্ঠস্বর নমুনা দিয়েছেন। এদিন হাজিরা দিলেন শোভন চট্টোপাধ্যায় ও অপরূপা পোদ্দার। যেদিন এদিন আসেননি রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারদা কর্তা ম্যাথু স্যামুয়েলস। জানা গিয়েছে, ম্যাথু এখন কেরলে।