চাষের মরসুমে ‘কৃষকবন্ধু’ প্রকল্পে চাষিদের হাতে দ্রুত চেক তুলে দেওয়ার
নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 72 শতাংশেরও বেশি আবেদনকারীর চেক তৈরি করে ফেলেছে কৃষি দপ্তর। কৃষিপ্রধান জেলাগুলিতে ইতিমধ্যেই 90 শতাংশ জমিতে চাষ শুরু করা গিয়েছে বলে দাবি নবান্নের। এখনও পর্যন্ত যা খবর, তাতে এ বছর কৃষিজ উৎপাদনে লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলা যাবে বলে আশাবাদী সরকার। কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, কৃষকবন্ধু প্রকল্পে গত 30 আগস্ট পর্যন্ত মোট 40 লক্ষ 3 হাজার 376 জন কৃষকের আবেদনপত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে 34 লক্ষ 47 হাজার 792 জনের চেক তৈরি হয়ে গিয়েছে। এবার তাঁদের হাতে তুলে দেওয়া হবে এই চেক। মমতার ‘কৃষকবন্ধু’ প্রকল্পে বলা হয়েছে, 1 একর অর্থাৎ 3 বিঘে বা তার বেশি জমি থাকলে কৃষক 2500 টাকা করে বছরে 2 বার মোট 5 হাজার টাকা পাবেন। কারও 3 বিঘের কম জমি থাকলে তিনি ওই 5 হাজার টাকার আনুপাতিক হারে অনুদান পাবেন। আর 1 শতক জমি থাকলে সেই ব্যক্তি হাজার টাকা করে বছরে 2 বার মোট 2 হাজার টাকা পাবেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.