জম্মু-কাশ্মীরের সোপোরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিকেশ হল লস্করের এক শীর্ষ নেতার। আসিফ নামে ওই জঙ্গি উপত্যকায় লস্করের অন্যতম শীর্ষ স্থানীয় নেতা ছিল বলে জানা গিয়েছে।
সম্প্রতি, সোপোরে সাধারণ নাগরিকদের উপর হামলার ঘটনায় আসিফ যুক্ত ছিল। ঘটনায় এক শিশুকন্যা-সহ তিনজন জখম হন।































































































































