কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার মামলার শুনানি শেষ হল বুধবার। CBI-এর তরফে সওয়াল শেষ হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি মধুমতী মিত্র শুনানি শেষের পর রায়দান স্থগিত রেখেছেন। জানিয়েছেন, পরে এই মামলার রায় দেওয়া হবে। একইসঙ্গে আদালত জানিয়েছে, যতদিন না রায় ঘোষণা হচ্ছে, ততদিন রাজীব কুমারকে CBI গ্রেফতার করতে পারবে না।
গত মে মাসে এই মামলা শুরু হয় হাইকোর্টে। কিন্তু একাধিক কারণে শুনানি পিছিয়ে যায় বারবার। আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিদিন শুনানি চলেছে। রাজীব কুমারের আইনজীবীর দীর্ঘ সওয়ালের পর পাল্টা সওয়াল শুরু করেন CBI-এর আইনজীবী। দীর্ঘ শুনানি শেষ হল এ দিন। CBI-এর আইনজীবী রাজীব কুমারের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন, রাজীব তদন্তে সহযোগিতা করছেন না।





























































































































