বুধবার দুপুর থেকেই রাজধানী দিল্লি সরগরম বাংলার দুই রাজনীতিককে নিয়ে। নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে বৈঠক। মধ্যমণি অবশ্যই বিজেপি সভাপতি অমিত শাহ। আর তাঁদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং মুকুল রায়। দুপুর থেকে শুরু হয়েছে বৈঠক। বিকেল গড়িয়ে তা সন্ধ্যাতেও চলতে থাকে। মাঝে মধ্যেই বৈঠকে যোগ দেন অরবিন্দ মেনন এবং কৈলাশ বিজয়বর্গীয়। প্রকাশ্যে বলা হচ্ছে একুশের বিধানসভা ভোটের রূপরেখা তৈরি করা, এবং তার আগে পুর ভোটের প্রস্তুতি। কিন্তু সূত্রের খবর, কিছু ‘খবর’ এবং ‘না খবর’ নিয়ে রাজ্য বিজেপিতে ক্রমশ অস্বস্তি এবং অশান্তি বাড়ছে। বিশেষত দিলীপ ঘোষের একটি সাক্ষাৎকার নিয়ে। পরে যে সাক্ষাৎকারটি তিনি আদৌ দেননি বলে স্পষ্ট জানান রাজ্য বিজেপি সভাপতি। কিন্তু সে নিয়ে মুকুল রায়ের শিবির থেকেও কিছু পাল্টা মন্তব্য করা হয় বলে সূত্রের খবর। যা নিয়ে জলঘোলা অব্যাহত। তবে দিল্লির এই বৈঠকে শোভন-বৈশাখী-দেবশ্রীকে নিয়েও আলোচনা হচ্ছে। কে থাকবেন, কে চলে যাবেন, সে নিয়ে দুই নেতারই মত নিচ্ছেন অমিত শাহ। অমিত জানেন, আগামী ভোটে দিলীপ ঘোষই তুরূপের তাস। আর সে কথা মাথায় রেখেই তিনি ‘গুটি’ সাজাতে চলেছেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































