গাড়ি দুর্ঘটনায় মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যু মামলায় আজ বুধবার আলিপুর আদালতে ফের চার্জ গঠনের শুনানি হবে। এই মামলায় অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। আলিপুরের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পুষ্পল শতপথীর এজলাসে ওই শুনানি হবে।
মামলার বিশেষ সরকারি আইনজীবী নবকুমার ঘোষ মঙ্গলবার জানান, এই মামলায় ইতিমধ্যেই চার্জ গঠনের বিষয়ে সরকার পক্ষের শুনানি শুরু হলেও তা অসমাপ্ত রয়েছে। আজ তা শেষ হওয়ার কথা। তিনি আরও জানান, সরকারপক্ষের শুনানি শেষ হলেই শুরু হবে অভিযুক্তের আইনজীবীদের শুনানি। এরপরই আদালত চার্জ গঠনের বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করবে।
আদালত সূত্রের খবর, এর আগে বিক্রমের আইনজীবীরা মামলা থেকে তাঁদের মক্কেলকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্তু নিম্ন আদালত তা বাতিল করে দেয়। তার বিরুদ্ধে বিক্রম হাইকোর্টে যান। হাইকোর্ট সেই আবেদন নাকচ করে দিয়ে এই মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। তারই ভিত্তিতে আলিপুর দায়রা আদালতে শুরু হয় চার্জ গঠনের শুনানি।





























































































































