কাশ্মীরে হুমকি ও উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার 8 লস্কর জঙ্গি

0
2

কাশ্মীরে সাধারণ মানুষকে হুমকি এবং উসকানি দেওয়া চলছেই। এই অভিযোগে দক্ষিণ কাশ্মীরের সোপোর থেকে গ্রেফতার করা হল 8 লস্কর জঙ্গিকে। দিন দুয়েক আগেই উপত্যকার এক ফল ব্যবসায়ী এবং তাঁর পরিবারকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল জঙ্গিরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ওই ফলব্যবসায়ীকে গুলি করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করতে চাইছিল জঙ্গিরা। এই ঘটনার পরেই টহল আরও বাড়ানো হয় এবং তার পরেই গ্রেফতার। জম্মু ও কাশ্মীর পুলিশের দাবি, আইজাজ মির, ওমর মির, তৌসিফ নজর, ইমতিয়াজ নজর, ওমর আকবর, ফাইজান লতিফ, দানিশ হাবিব ও সওকত আহমেদ মির নামে জঙ্গিরা এলাকায় উসকানিমূলক পোস্টার দিত।

আরও পড়ুন – পাকিস্তানও রকেট ওড়াতে পারে! অভিনেতা আরশাদ ওয়ারসির ট্যুইট ঘিরে বিতর্ক