একদিন সন্ধ্যার সময় বাড়ির উঠোনে দেখা পেয়েছিল এক নরসিংহ কে।আর সেই রাতেই বাড়ির গৃহকর্তা দেবী দুর্গার স্বপ্ন দেখেন যে নরসিংহ কে বাহন রূপে দুর্গা পুজো করতে হবে বাড়িতে ।আর সেই শুরু দেবী দুর্গার পুজো।দেখতে দেখতে সেই পুজো আজ 565 বছরে পরল।
এই বাড়ির পুজো কোন্নগর- এর মানুষের কাছে অন্য মাত্রা এনে দেয় তাদের বিধায়ক প্রবীর ঘোষালের বাড়ির পুজো হিসাবে।হুগলির কোন্নগরে ঘোষাল বাড়ি এক সময়ে সম্রাট আকবরের কাছ থেকে নমুনা(জমিদারি )পাওয়ার পর খিদিরপুর থেকে চলে আসেন কোন্নগরে।এখনও সেই পুরাতন দালান বাড়ি, সেই বড়ো দরজা- জানালা, ঠাকুর ঘর। আর এই ঠাকুর ঘরেই চিরাচরিত ভাবে হয়ে আসছে দেবী দুর্গার পুজো।রথের দিন হয় কাঠামো পুজো,নিয়ম অনুযায়ী এক কাঠামোতে থাকে দুর্গার সঙ্গে লক্ষ্মী,সরস্বতী,কার্তিক ও গনেশ।পুজোকে ঘিরে এক মাস আগে থেকে চলে ঘোষাল বাড়ির মহিলাদের নাচ গানের রিহার্সাল। তাও ওই ঠাকুর দালানে।এতে যোগ দেন কচিকাঁচা থেকে বয়স্ক সকলে।আর পুজোর চারদিন নানা অনুষ্ঠান চলে ঘোষাল বাড়িতে। সঙ্গে থাকে খাওয়া দাওয়া ভুরি ভোজ। দূরদূরান্ত থেকে চলে আসেন ঘোষাল পরিবারের আত্মীয় স্বজন।এমনকি শতাব্দী প্রাচীন এই ঘোষাল বাড়ির দুর্গা পুজোকে ঘিরে আনন্দে মেতে ওঠেন এলাকার বাসিন্দারাও।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.