চন্দ্রযান 2 এর সাফল্য- ব্যর্থতা নিয়ে সবাই যখন মেতে আছে, তখন সবার অলক্ষ্যে এর নেপথ্যের কারিগরদের বেতন কাটার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজ্ঞানীদের পাশে থাকার যে বার্তা দিয়েছেন, বেতন কাটার ঘটনায় তা অনেকটাই ব্যাকফুটে। এমনকি ইসরোর প্রধান প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য।
তাদের প্রশ্ন, যারা দিনরাত এক করে গবেষণা করছেন তাদের একমাত্র আয়ের পথ ইসরোর বেতন। সাফল্য ব্যর্থতা লেগেই থাকে। তাহলে কোন যুক্তিতে তাদের বেতন থেকে 10 হাজার টাকা করে কেটে নেওয়ার সিদ্ধান্ত নিলো কেন্দ্র সরকার । অবিলম্বে এই ব্যবস্থা পুনর্বিবেচনা না করলে ইসরোর বিজ্ঞানীরা কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন-সাবেকিয়ানা ও ঐতিহ্য মেনে আজও হয়ে চলেছে ব্যতিক্রমী 565 বছরের ঘোষাল বাড়ির পুজো





























































































































