কখনও এমন দৃশ্য দেখেছেন ? চলন্ত বাস থেকে মাথা কাটা পড়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে ? বাস্তবে এমন মর্মান্তিক দৃশ্যই ঘটেছে। আর সেই দৃশ্য দেখে আঁতকে উঠলেন বাসযাত্রী থেকে শুরু করে স্থানীয় মানুষ সবাই। ঘটনাস্থল মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের। চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করে বমি করছিলেন 24 বছরের ভানু মন্ডল। খেয়ালই করেননি সামনে বৈদ্যুতিক পোল। আর তাতেই ধাক্কা খেয়ে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালবাগ হাসপাতালে ফল বিক্রি করতেন ভানু। প্রতিদিন সকালে বাসে যাতায়াত করা ছিল তার অভ্যাস। রবিবারও তার অন্যথা হয়নি। বহরমপুরগামী একটি বেসরকারি বাসে উঠেছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাগপুরতলার আগেই তার শরীর খারাপ লাগে এবং তিনি মাথা বের করে জানলা দিয়ে বমি করতে থাকেন। সেই সময় বৈদ্যুতিক পোলে ধাক্কা লাগে। নিমেষের মধ্যে শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। বাসযাত্রীরা এই দৃশ্য দেখে আঁতকে ওঠেন। ততক্ষণে চারিদিক ভেসে যাচ্ছে রক্তে। উত্তেজিত জনতার সমস্ত রাগ গিয়ে পড়ে বাসচালকের ওপর। উত্তেজিত জনতা তার ওপর চড়াও হলে তিনি কোনওক্রমে সেখান থেকে পালিয়ে যান। তার মৃতদেহ আপাতত ময়নাতদন্তের জন্য লালবাগ হাসপাতাল রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকার রাস্তা খুব বেশি চওড়া নয়, অথচ বাস চালকরা সেসবের ভ্রুক্ষেপ করেন না। ফলে দুর্ঘটনা লেগেই থাকে। বাসটিকে আটক করলেও বাসচালককে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন-চাঁদের বুকেই রয়েছে বিক্রম! তবে খোঁজ মিললেও যোগাযোগ হয়নি





























































































































