সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের পর এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু, তা নিয়ে প্রতিবেশী পাকিস্তানের উদ্বেগ যেন কিছুতেই কমছে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নয়াদিল্লিকে সৌজন্য দেখাতেও রাজি নয় ইসলামাবাদ।
সম্প্রতি আইসল্যান্ড-সহ একাধিক দেশ সফরে যাচ্ছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর বিমানকে পাক আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার জন্য ইসলামাবাদকে অনুরোধ করেছিল নয়াদিল্লি। তা শেষ পর্যন্ত খারিজ করে দিয়েছে পাকিস্তান।
শনিবার, পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বিবৃতি দিয়ে বলেন, ‘‘ভারতের ব্যবহার দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ পুলওয়ামা হামলার থেকেই তপ্ত হয়ে উঠেছিল ভারত-পাকিস্তান কূটনীতি। তার পর যত সময় গিয়েছে ততই দু’দেশের কূটনৈতিক সম্পর্কের শীতলতা বেড়েছে।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































