ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এক ট্যুইটবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “আমাদের বিজ্ঞানীদের নিয়ে আমরা গর্বিত। ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রায়ন-2 এর জন্য কঠোর পরিশ্রম করেছেন।”

পাশাপাশি, তিনি ইসরোর মতো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের সম্মান জানিয়েছেন। তাঁদের দূরদর্শিতা ভারতকে বিজ্ঞানের জগতে অনেকটা এগিয়ে দিয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী।
আরেকটি ট্যুইটে তিনি লেখেন, “আমরা ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে সবসময় রয়েছি। তাঁরা যেন আমাদের এভাবে গর্বিত করে চলেন।”

শুক্রবার রাতে চাঁদের মাটি থেকে সামান্য কিছুটা দূরে চন্দ্রযান-2’র সঙ্গে ইসরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।





























































































































