US OPEN: ফাঁকা মাঠে খেতাব জয়ের অপেক্ষায় নাদাল, অঘটন ঘটাতে মরিয়া মেদভেদেভ

0
1

এবারের ইউএস ওপেন পুরুষ সিঙ্গলস শুরু থেকেই ছিল অঘটনের। টুর্নামেন্টের শুরু থেকে ঘটেছে একের পর এক ইন্দ্রপতন। কিংবদন্তি হিসেবে প্রতিযোগিতার শেষ পর্যন্ত একাই রয়ে গিয়েছেন তিনি। তিনি স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।

রবিবাসরীয় ফাইনালে বাধা হিসেবে নেই তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেডেরার। নোভাক জোকোভিজও বাদ পড়ে গিয়েছেন আগেই। স্টানিসলাস ভাভরিঙ্কা, ডমিনিক থিয়েম, গায়েল মনফিলসের মতো তারকারাও বিদায় নিয়েছেন একে একে। চতুর্থ ইউএস ওপেন জেতার জন্য বলতে গেলে ফাঁকা ময়দানই পেয়ে গিয়েছেন নাদাল।

এরপরও যদি মেদভেদেভ নাদালকে হারিয়ে দেন, সেটা হবে প্রতিযোগিতার অন্যতম সেরা চমক। যদিও কিছুদিন আগেই কানাডা মাস্টার্সে মেদভেদেভকে 6-3, 6-0 সেটে সরাসরি হারিয়েছেন নাদাল।

আরও পড়ুন-ইতিহাস গড়ার স্বপ্নভঙ্গ সেরেনার, ইউএস ওপেনে চুম্বন আন্দ্রেয়েস্কোর