প্রায় 12 ঘণ্টারও বেশি হাসপাতালে কাটানোর পর এখন অনেকটাই স্থিতিশীল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ইতিমধ্যে তাঁকে এক ইউনিট রক্ত দেওয়া হয়েছে। আরও এক ইউনিট দেওয়া শুরু হবে বলে জানা গিয়ে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় তীব্র শ্বাসকষ্ট নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। তাঁর চিকিৎসার জন্য পাঁচ চিকিৎসকের একটি দল গড়া হয়েছে। শারীরিক পরীক্ষায় বুদ্ধদেব ভট্টাচার্যর শরীরে নিউমোনিয়ার উপসর্গ মিলেছে। কিন্তু, তাঁর এই মুহূর্তে যা অবস্থা তাতে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক দেওয়া সম্ভব নয়। তাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।
গতকালই গভীর রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল জগদীপ ধানকর। বুদ্ধবাবু তাঁকে দেখে কুশল বিনিময় করেন। তাঁকে দেখতে রাতেই হাসপাতালে ছুটে গিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।






























































































































