তিনি ইসরোর প্রথম সারির বিজ্ঞানী। চন্দ্রযান-2 এর অন্যতম উপদেষ্টা। আর তাঁকেই কিনা নিজভূমে পরবাসী করে দিয়েছে তাঁর নিজের দেশ! অসমের তেজপুরের বাসিন্দা ও ইসরোর মহাকাশবিজ্ঞানী ডঃ জিতেন্দ্রনাথ গোস্বামীর নাম বাদ পড়েছে অসমের নাগরিকপঞ্জির সর্বশেষ তালিকা থেকে। সেই সঙ্গে বাদ তাঁর পরিবারের সদস্যদের নামও। দেশের গর্বের চন্দ্রাভিযান প্রকল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা প্রবীণ বিজ্ঞানী আজ রাষ্ট্রহীন। তাঁকে হাতড়ে বেড়াতে হচ্ছে সেই কারণ, কেন নিজের দেশে ঠাঁই হবে না তাঁর। দেশের কৃতী সন্তান এক বিজ্ঞানীর অবস্থাই বুঝিয়ে দিচ্ছে নাগরিকপঞ্জির নামে বাস্তবে কোন প্রহসন তৈরি হয়েছে!
আরও পড়ুন-গিনেস বুকে নাম তোলা বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির ঘোড়ার সঙ্গে পরিচয় করুন































































































































