দলবদলুদের আপন করার নির্দেশ কৈলাশের

0
5

মণিরুল দিয়ে শুরু আর শোভন-বৈশাখী-দেবশ্রীতে এসে চরম পরিণতি। দল ভাঙানোর খেলায় দলের মধ্যেই যে অশান্তি তৈরি হয়েছে তা বিলক্ষণ বুঝেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। তাই শনিবার আইসিসিআর-এ দলের গোপন বৈঠকে তিনি দলের অন্য নেতাদের বললেন, যারা অন্য দল থেকে আসবে, তাদের আপন করে নিতে হবে। দল তো এমনি বড় হবে না। অন্য দল থেকে থেকে লোক আসবে। মঙ্গলগ্রহ থেকে তো আসবে না। এ প্রসঙ্গে কৈলাশ বলেন, মুকুলদার সঙ্গে তো অর্জুন সিংয়ের আদায় কাঁচকলায় সম্পর্ক ছিল। আমি অর্জুনকে দলে নেওয়ার সময় বলেছিলাম, দাদা, আপনার কোনও অসুবিধা নেই তো! উনি বলেছিলেন, না নেই। কই দাদার সঙ্গে তো অর্জুনের কোনও খারাপ সম্পর্ক নেই! আসলে কৈলাশ দিল্লির নেতাদের নির্দেশে স্পষ্ট বার্তা দিলেন দলকে, শোভন-পর্বে দলের মুখ পুড়েছে। তাঁকে যারা চাইছেন না, তাঁদেরকে বার্তা। আবার শোভন-বৈশাখী যেমন দেবশ্রীর দলে যোগদানে বাধ সাধছেন, তাঁদেরও ঘুরিয়ে বার্তা দেওয়া হল দলের তরফে। কিন্তু তাতে আদৌ গল্পের নোটে গাছ মুড়োয় কিনা সেটাই দেখার!