খড়্গপুর আইআইটির ছাত্রাবাসে রান্না করা খাবারে টিকটিকি!
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে খাওয়ার সময় একজন ছাত্রের তরকারির মধ্যে টিকটিকি নজরে পড়ে। কী ভাবে রান্না করা খাবারে টিকটিকি এল? কেন পরিবেশনের সময় মেস কর্মীদের নজরে পড়ল না? নানান প্রশ্ন ঘিরে দেখা দেয় চাঞ্চল্য ।
আইআইটি’র রেজিস্ট্রার বি এন সিং বলেন, ‘ছাত্রাবাসে তেমন কোনও বড় ঘটনা ঘটেনি। সমস্ত ছাত্রাবাস চালু আছে। আইআইটিতেও স্বাভাবিক অবস্থা বজায় আছে’।
ম্যানেজমেন্ট কমিটির এক কর্তার কথায়, ‘ছাত্রছাত্রীদের খাবারের ব্যাপারে সতর্ক থাকার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। মনে হচ্ছে, রান্নার পর খোলা অবস্থায় খাবার রাখার কারণে এই ঘটনা ঘটেছে।’





























































































































