ভালো আছেন বলিউডের জনপ্রিয় পরিচালক তথা প্রযোজক মহেশ ভাট। তাঁর মৃত্যুর গুজব উড়িয়ে এ কথা জানালেন তাঁর কন্যা পূজা ভাট। মহেশ ভাট যে জীবিত আছেন এবং দিব্যি সুস্থ আছেন তার প্রমাণ হিসাবে তাঁর একটি বিশেষ ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী পূজা ভাট।
যে বা যাঁরা এই গুজব রটিয়েছেন তাঁদেরকে কঠোর সমালোচনা করে নিজের ইনস্টা হ্যান্ডেলে পূজা ভাট লিখেছেন, ”যে বা যাঁরা এধরনের গুজব ছড়াচ্ছেন, যে হৃদরোগে আক্রান্ত হয়ে আমার বাবার মৃত্যু হয়েছে, তাঁদের জন্য প্রমাণ হিসাবে এই ছবিটা রইলো। যে উনি এখন দিব্যি রয়েছেন। আশা রাখি, উনি এখনও অনেকদিন আমাদের সঙ্গেই থাকবেন।”
উল্লেখ্য, দীর্ঘ 20 বছর পর ‘সড়ক-2’-এর হাত ধরে ফের একবার পরিচালনায় ফিরছেন মহেশ ভাট। মহিশূরে ছবির বেশকিছু অংশের শ্যুটিং হয়। ছবির শ্যুটিংয়ে গোটা টিমকে তিনি কীভাবে উজ্জীবিত করেছেন সেকথাও শেয়ার করতে ভোলেননি পূজা ভাট।
To the rumour mongers and the ones who called in a genuine state of panic upon hearing that my father @MaheshNBhatt had a heart attack and is dead,here is ample proof that he is his usual self,living dangerously and kicking! In red shoes no less! ??? pic.twitter.com/iwxtvpfOSO
— Pooja Bhatt (@PoojaB1972) September 6, 2019
আরও পড়ুন-ইন্টারনেট ছাড়াই দৃষ্টিহীনদের নোট চিহ্নিতকরণ অ্যাপ, জানালো RBI