অসমে নাগরিকত্ব নির্ধারণে চূড়ান্ত তালিকা নিয়ে ‘আমরা বাঙালি’ গভীর উদ্বেগ প্রকাশ করেছে l ওই রাজ্যে 19 লক্ষ মানুষকে বিদেশি আখ্যা দেওয়া হয়েছে l প্রতিবাদে শনিবার কলকাতায় অসম ভবনের মূল ফটকের সামনে বিক্ষোভ ও পথসভা হয়।এর আগে অ্যাকাডেমি অব ফাইন আর্টস থেকে পদযাত্রা করে তারা অসম ভবনে যায়। বক্তারা বলেন, জাতীয় পঞ্জিকরণ বা NRC-তে বাঙালিদের হয়রানি করার একটি কেন্দ্রীয় সরকারি ষড়যন্ত্র। 19 লক্ষ বাঙালির ভবিষ্যত নিয়ে ছিনিমিনি চলেছে। আত্মহত্যা করেছে অনেকে। ইসরোর বাঙালি বিজ্ঞানীর নামও বাদ গিয়েছে। সাধারণ প্রাক্তন সরকারি চাকুরে বা স্বাধীনতা সংগ্রামীদের তো কোন মূল্য নেই। অসমে NRC’র নামে বাঙালি নির্যাতনের প্রতিবাদ জানান তারা l বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায় , যুবনেতা কৌস্তভ সাহা , তপোময় বিশ্বাস। ছিলেন বিকাশ বিশ্বাস , জয়ন্ত দাস , উজ্জ্বল ঘোষ, বাঙালি মহিলা সমাজের সাগরিকা পাল , গোপা শীল , বিজলী মন্ডলসহ অন্যান্যরা। বিক্ষোভ সমাবেশে অসমের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করা হয় l অসম থেকে আগত বিশিষ্ট আইনজীবী নজরুল ইসলাম বলেন, বাংলাদেশি বাঙালির গল্প সর্বৈব মিথ্যা l এদিন বিক্ষোভকারীরা অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল-এর কুশপুত্তলিকা দাহ করেন।






























































































































