ফের নির্যাতনের শিকার এক গৃহবধূ। 8 নং ওয়ার্ডের সুকান্তপল্লীতে শুক্রবার গৃহবধূর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হল। অভিযোগের তীর শ্বশুরবাড়ির দিকে। আক্রান্ত গৃহবধূর নাম রিঙ্কি কাঁড়ি।
খবর পেয়েই রিঙ্কির শ্বশুরবাড়িতে হাজির হয় তাঁর বাপের বাড়ির সদস্যরা। তার পরেই শ্বশুরবাড়ির সদস্যদের মারধর করেন তাঁরা। গণপিটুনি দিয়ে রিঙ্কির স্বামী, শ্বশুর ও শাশুড়িকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
রিঙ্কির বাপেরবাড়ির সদস্যদের অভিযোগ, রিঙ্কির গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে খুনের চেষ্টা করেছেন তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা। আক্রান্ত গৃহবধূর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রথমে তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকরা জানান, প্রায় রিঙ্কির দেহের প্রায় 90% পুড়ে গিয়েছে। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন-কলকাতা পুলিশের আধিকারিকের বাড়িতে বিস্ফোরণ, কারণটা জেনে নিন





























































































































