ফের উত্তপ্ত হয়ে উঠলো রাজ্য বিধানসভা। বিধায়কদের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগে ঘিরে আজ শুক্রবার রণক্ষেত্র হয়ে উঠল বিধানসভা অধিবেশন। ঝামেলা শেষ পর্যন্ত হাতাহাতির রূপ নেয়। পরিস্থিতি বেগতিক দেখে নজিরবিহীন ভাবে বিধানসভা ওয়েলে নেমে কার্যত ‘অভিভাবক’-এর ভূমিকা পালন করতে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শেষ পর্যন্ত তিনি সকলকে শান্ত করেন।
ঝামেলার সূত্রপাত, বিধায়ক প্রতিমা রজ্জাকের প্রশ্ন ঘিরে। তিনি প্রশ্ন তোলেন, এনবিএসটিসি-তে যে নিয়োগ হচ্ছে সেটা কি সরকারের স্থায়ী চাকরি? এই প্রসঙ্গে তাঁর দাবি, অনেক টাকার বিনিময়ে এই চাকরি দেওয়া হচ্ছে। প্রতিমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ওনাকে প্রমাণ করতে হবে না হলে বিধানসভার কাছে ক্ষমা চাইতে হবে।
এরপরই বিরোধী বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায় পরিবহন মন্ত্রীর দিকে তেড়ে আসেন। শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। যা একটা পর্যায়ে হাতাহাতির রূপ নেয়। তখন মুখ্যমন্ত্রী গিয়ে পরিস্থিতি সামাল দেন।
আরও পড়ুন-খাবার খুঁজতে রাজ্য সড়কে,ওষুধবোঝাই ভ্যান উল্টে দিল দাঁতাল





























































































































