কলকাতায় “অবরুদ্ধ কাশ্মীর” দর্শন হল কবিতা কৃষ্ণান ও তাঁর সঙ্গীদের প্রয়াসে

0
2

মদনমোহন সামন্ত, 6 সেপ্টেম্বর, কলকাতা :
কলকাতা প্রেস ক্লাব। শুক্রবারের বিকাল। কাশ্মীর থেকে কলকাতা। বাস্তবে দূরত্বটা কম নয়, 2650 কিলোমিটারেরও বেশি। অথচ দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশে দূরত্ব যেন অসীম। হই হই করে কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ করা হল বটে! সেখানে জমি কেনার জন্য অথবা কাশ্মীর কি কলার পানিগ্রহণের উস্কানি জুগিয়ে হুজুগ প্রিয় বঙ্গবাসীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করা হল বটে! দেশের মধ্যে কাশ্মীরীবালা ঘরে নিয়ে আসার খোঁজে সর্বোচ্চ সংখ্যায় বাঙালি ইন্টারনেটে ঝড় তুলল বটে! কিন্তু ভূস্বর্গ কাশ্মীর কি সত্যিই আবার ভূস্বর্গে পরিণত হয়েছে? নাকি সেখানকার ভূমিপুত্রর কথামত “উপরে যতটা শান্ত দেখাচ্ছে, আসলে তা বাস্তবের থেকে অনেকটাই ফারাকে রয়েছে”? কাশ্মীরের আসল পরিস্থিতি ঠিক কি তা নিজেদের চোখে খতিয়ে দেখতে সাহস করে কেউ কেউ কাশ্মীর পৌঁছে গিয়েছিলেন।

আরও পড়ুন-যমজ কন্যা সন্তানের জন্ম দিয়ে মা হলেন 74 বছরের বৃদ্ধা

370 ধারা বিলোপ পরবর্তী সময়ে তাদেরই একদল কাশ্মীর থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হলেন আজ শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে। নিছক বেড়াতে যাওয়া বা সাংবাদিকদের মুখোমুখি হওয়া নয়! বাস্তব অবস্থা চর্মচক্ষে চাক্ষুষ করাতে তাঁরা চলমান ছবিও তুলে নিয়ে এসেছেন যার প্রদর্শন “অবরুদ্ধ কাশ্মীর” নাম দিয়ে করলেন কলকাতা প্রেসক্লাবেই। সারা ভারত জন মঞ্চ অর্থাৎ অল ইন্ডিয়া পিপলস ফোরাম AIPF নামক জাতীয় প্রচার সংগঠনের সদস্য এবং AIPWA নেত্রী কবিতা কৃষ্ণান, অর্থনীতিবিদ জ্যাঁ ড্রেজে, AIDWA নেতা মাইমুনা মোল্লা এবং NAPM নেতা বিমল ভাই সম্প্রতি কাশ্মীর ঘুরে এলেন। তাঁরা কাশ্মীরের বিভিন্ন গ্রাম এবং শহর ঘুরে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তা সারা ভারতে প্রচার করার জন্য দেশময় ভ্রমণে বেরিয়েছেন। তারই অংশ হিসেবে কবিতা কৃষ্ণান তাঁর অভিজ্ঞতার বর্ণনা করলেন সাংবাদিকদের সামনে। যে বর্ণনা ভূস্বর্গের মধুর স্বপ্নদৃশ্যকে বাস্তবের নরকের মাটিতে আছড়ে ভেঙ্গে খান খান করে দেয়।

আরও পড়ুন-AAP ছাড়লেন বিধায়ক অলকা লাম্বা, কংগ্রেসে ফেরার জল্পনা