জিম্বাবোয়ের প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে প্রয়াত। তাঁর পরিবার জানায়, শারীরিকভাবে অসুস্থ ছিলেন মুগাবে। আজ শুক্রবার 95 বছর বয়সী মুগাবে চলে গেলেন।
মুগাবে তিন দশক ক্ষমতায় ছিলেন। 2017 সালের 21 নভেম্বর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মুগাবেকে ক্ষমতাচ্যুত করা হয়।
দেশে স্বাধীনতার পর প্রথম নির্বাচনে জয়ী হন মুগাবে। 1980 সালে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 1987 সালের পর তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেন।
আরও পড়ুন-দলের নেতার বেআইনি প্রাসাদ ভাঙলো তৃণমূল পুরসভাই
চলতি বছরের এপ্রিল মাস থেকে সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মুগাবে। মুগাবের পর গত বছর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন এমারসন নানগাগওয়া।
1924 সালের 21 ফেব্রুয়ারি তৎকালীন রোডেশিয়ায় জন্ম নেন প্রাক্তন এই প্রেসিডেন্ট। 1964 সালে রোডেশিয়া সরকারের সমালোচনা করে বিচার বহির্ভূতভাবে তিনি এক দশকেরও বেশি সময় কারাগারে আটক ছিলেন। 1973 সালে কারাগারে থাকতেই তিনি জিম্বাবোয়ে-আফ্রিকান ন্যাশনাল ইউনিয়নের (জানু) প্রেসিডেন্ট নির্বাচিত হন। মুগাবে ছিলেন জানুর প্রতিষ্ঠাতা।