সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার সন্ধ্যাতেই তাঁকে ভর্তি করা হয় উডল্যান্ডস হাসপাতালে। চিকিৎসা চলছে আইসিইউতে। অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে দ্রুত হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ কথা বলেন। বুদ্ধবাবু শ্বাসকষ্ট ও ক্রনিক ব্রনকিয়াল অ্যাজমায় আক্রান্ত। তাঁর শ্বাসনালীও যথেষ্ট ক্ষতিগ্রস্ত। হাসপাতালে রয়েছেন প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। তিনি রাত সাড়ে ন’টায় জানিয়েছেন, বর্ষীয়ান সিপিএম নেতার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। তিনি এবং রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র হাসপাতালে রয়েছেন।





























































































































