সদ্য প্রকাশিত জাতীয় NRC তালিকা সেই তালিকায় তালিকায় নাম নেই 19 লক্ষ মানুষের। যার মধ্যে বেশিরভাগই হিন্দু বাঙালি। প্রাক্তন রাষ্ট্রপতির পরিবার থেকে বিরোধী দলের বিধায়ক, কার্গিল যোদ্ধা, স্বাধীনতা সংগ্রামীর পরিজন বাদ পড়েছেন এমন অনেকেই।
এবার সেই বাদের তালিকায় যোগ হল, অসমের আরও এক বিশিষ্ট ব্যক্তির নাম। শীঘ্রই চাঁদে পদার্পন করবে ভারতের গর্বের চন্দ্রযান–2। আর সেই কর্মযজ্ঞেরই একজন অন্যতম ন্যতম উপদেষ্টা ড. জিতেন্দ্রনাথ গোস্বামীর নাম বাদ পড়ল। এই ঘটনা ঘিরে এখন জোর চর্চা চলছে দেশ জুড়ে।































































































































