দঃ 24 পরগনায় ডেঙ্গুতে মৃত্যু যুবতীর

0
4
প্রতীকী ছবি

রাজ্যে ফের ডেঙ্গুর বলি। এবার দক্ষিণ 24 পরগনার নারায়ণপুরে। মৃতার নাম মামণি দাস (24)। জানা গিয়েছে, ওই এলাকায় আরও কয়েকজন এনএস-1পজিটিভ আক্রান্ত হয়েছেন।

গত 3 সেপ্টেম্বর রাতে মামণিকে হাসপাতালে ভরতি করা হয়। আজ শুক্রবার সকাল 6.10 মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। শেষ সময়ে তাঁর মাল্টি অরগ্যান ফেলিওর হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আরও পড়ুন-ছাত্রী-অধ্যাপকের সম্পর্ক নিয়ে কলেজে বিক্ষোভ