ভারতীয় পাসপোর্ট-সহ গ্রেফতার নেপালের  মহিলা

0
2

কলকাতা বিমানবন্দরে ভারতীয় পাসপোর্ট-সহ গ্রেফতার নেপালের  এক মধ্য বয়স্ক মহিলা।  ধৃতের নাম শারু রাই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে শারুদেবী ভারতীয় পাসপোর্ট নিয়ে কলকাতা বিমানবন্দর থেকে সিঙ্গাপুরে যাচ্ছিলেন। পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ  শুরু করা হয়।এরপর বিধাননগর এনএসসিবিআই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় শারুদেবীকে। রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। আজ, শুক্রবার ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হবে।