উত্তর 24 পরগণা: ভাটপাড়া পুরসভার কর্মীদের বেতন না হওয়ায় বিক্ষোভ জগদ্দলে।5 মাস ধরে অস্থায়ী কর্মীদের বেতন বন্ধ। তাঁদের পরিবার চরম অনটনের মধ্যে পড়ছে।অবশেষে আজ, বৃহস্পতিবার কর্মবিরতি করে আন্দোলনে নেমেছে।যতক্ষন পর্যন্ত সঠিক আশ্বাস না পাবেন, তাঁরা কাজে যোগ দেবেন না।
আরও পড়ুন-গোয়ায় যৌন হেনস্তার শিকার বাঙালি সাঁতারু, অভিযুক্ত কোচের বিরুদ্ধে কড়া ব্যবস্থা





























































































































