শিক্ষক দিবসে রাজ্য সরকারের ‘শিক্ষারত্ন’ সম্মান পেলেন ওমপ্রকাশ

0
4

গতকাল অর্থাৎ বুধবারই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে ওমপ্রকাশ মিশ্র। বিধানসভায় পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে যোগদান করেন তিনি। তৃণমূলনেত্রী জানিয়েছেন, এই অধ্যাপক নেতাকে দলের এডুকেশন সেলের দায়িত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি তৃণমূলের কোর কমিটিতেও নেওয়া হবে তাঁকে।

বৃহস্পতিবার শিক্ষক দিবসে ‘শিক্ষারত্ন’সম্মান পেলেন ওমপ্রকাশ মিশ্র। রাজ্য সরকারের তরফে এদিন তাঁকে এই সম্মান দেওয়া হয়।

আরও পড়ুন-‘দিদিকে বলো’ কর্মসূচিতে এক দরিদ্রের বাড়িতে রাত কাটালেন করলেন আরাবুল