শিক্ষক দিবস উপলক্ষে মন্ত্রী জাকির হোসেন নিজস্ব কলেজ এবং স্কুলে পালন করলেন শিক্ষক দিবস।বর্তমানে তিনি রাজ্যের শ্রম দফতের রাষ্ট্রমন্ত্রী। জাকির হোসেন ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমিয় কুমার মুখোপাধ্যায়-সহ অনন্যরা।

এদিন অনুষ্ঠানে জাকির হোসেন বলেন, ‘ছাত্র-ছাত্রীদের পাশে আমরা আছি। একসঙ্গে থাকব। আজকের দিনে আমি সকল শিক্ষককে জানাই শিক্ষক দিবসেরশুভেচ্ছা। বিভিন্ন কলেজের বিএড ছাত্রছাত্রীরা এসছে- তাঁতে আমার খুব ভালো লাগছে।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশে জানাই, তাঁরা যেন মানুষের পাশে দাঁড়ায়। সাফল্যের জন্য অনেক কিছু করতে হয় ঠিকই তবুও বলব মানুষের পাশে থেকো সর্বদা।

আরও পড়ুন-শিক্ষক দিবসে রাজ্য সরকারের ‘শিক্ষারত্ন’ সম্মান পেলেন ওমপ্রকাশ





























































































































