রাজ্যে ফের ভূমিকম্প

0
2

গত মাসেই ভূমিকম্পে কেঁপে উঠে ছিল শহর কলকাতার একটা বড় অংশ। সেই ঘটনার এক মাস পেরোতেই আবার দুলে উঠল মাটি। এ বারও উৎসস্থল কলকাতার কাছে হলেও, কলকাতায় কম্পন বোঝা যায়নি।

এবার বুধবার রাতে ভূমিকম্প হয়েছে নদিয়া জেলার তেহট্টের কাছাকছি বাংলাদেশ সীমান্ত লাগোয়া একটি অঞ্চলে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 4.3। এই ভূমিকম্পের জেরে উল্লেখযোগ্য কোনও ক্ষয়ক্ষতি না হলেও কেন্দ্রস্থলের কাছাকাছি সাধারণ মানুষদের মধ্যে আতঙ্কে ছড়ায়।

কম্পাঙ্কের বিচারে মৃদু ভূমিকম্পও হওয়ার ফলে কলকাতায় কোনও কিছু টের পাওয়া যায়নি। কিন্তু নদিয়ার কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদের বহরমপুর পর্যন্তও এই কম্পন টের পাওয়া যায়। গভীর রাতে এই কম্পন হওয়ায়, যাঁরা বুঝতে পেরেছিলেন, তাঁদের মধ্যে বেশি মাত্রায় আতঙ্কের সৃষ্টি হয়।

আরও পড়ুন-‘দিদিকে বলো’ কর্মসূচিতে এক দরিদ্রের বাড়িতে রাত কাটালেন করলেন আরাবুল