আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে মঙ্গলবার অবসর ঘোষণা করেছেন মিতালি রাজ। তবে একদিনের ক্রিকেটে এখনও দলকে তিনি নেতৃত্ব দেবেন, এমনটাই জানিয়েছেন মিতালি। গত মার্চ মাসে গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-20 ম্যাচ খেলেছিলেন তিনি।
সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজ আছে। তাতে ভারতীয় মহিলা দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন মিতালি। আগামিকাল, বৃহস্পতিবার প্রোটিয়াদের বিরুদ্ধে খেলার জন্য প্রমীলা বাহিনীরর দল ঘোষণা করবে বোর্ড। কিন্তু তার 48 ঘণ্টা আগেই আচমকা মিতালির অবসর ক্রিকেটমহলে অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে।
প্রসঙ্গত, মোট 32টি টি-20 আন্তর্জাতিক ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন মিতালি। তার মধ্যে তিনটি টি-20 বিশ্বকাপ আছে। এদিন অবসর গঘোষণার পর মিতালি জানান, আপাতত তাঁর পাখির চোখ 2021 একদিনের বিশ্বকাপ। তাই একদিনের ফরম্যাটে পুরোপুরি মনোযোগ করার জন্যই তাঁর এই অবসরের সিদ্ধান্ত বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন-ইউএস ওপেনের শেষ আটের লড়াই থেকে ছিটকে গেলেন ফেডেরার






























































































































