গতকাল, মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত বাণিজ্য নগরীর মুম্বই। যার ফলে নতুন করে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হচ্ছে। গতকাল থেকে মুম্বইয়ে বৃষ্টি হয়েছে 150 মিলিমিটার। সর্বত্রই প্রায় জলমগ্ন থাকায় ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্কুলগুলিকে।
আরও পড়ুন-মাদাম তুসোয় স্থান পেল শ্রীদেবীর মোমের মূর্তি































































































































