কাশ্মীরকে স্বাভাবিক ছন্দে ফেরাতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। আর সেই লক্ষ্যেই মঙ্গলবার দিল্লিতে জম্মু-কাশ্মীরের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য ও স্থানীয় মানুষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, আগামী 15 দিনের মধ্যে উপত্যকা থেকে বাড়তি বাহিনী প্রত্যাহার করে নিতে চায় কেন্দ্র। কারণ, কেন্দ্র মনে করছে বাড়তি বাহিনী সরালেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরবে কাশ্মীর । শাসক শিবির জানিয়েছে, কাশ্মীরে যুবকদের চাকরির ব্যবস্থা করলেই কমতে থাকবে বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদ। যদিও পঞ্চায়েত প্রধান ও সদস্যরা এদিনও নিরাপত্তার অভাবের কথা জানান। বরং তারা উল্টো পথে হেঁটে নিরাপত্তা বাড়ানোর কথা বলেন। অমিত শাহ আশ্বাস দেন, আগামী দিনে তাদের নিরাপত্তারক্ষী দেওয়ার পাশাপাশি দু লক্ষ টাকা জীবন বীমা করার কথা চিন্তা ভাবনা করছে কেন্দ্র।