বউবাজারে মেট্রোর টানেলের কার্যস্থলে প্রযুক্তিগত সমস্যার জন্য সম্প্রতি ঘটে চলা বাড়ি ধস, ফাটল-সহ 52টি পরিবারের বিপজ্জনক পরিস্থিতির জন্য মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে একগুচ্ছ আপৎকালীন সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের এই বৈঠকে সিদ্ধান্ত হয়, বাড়ির বদলে বাড়ি, দোকানের বদলে দোকান, রাজ্যের তরফ থেকে কন্যাদায়গ্রস্ত পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের ভাবনা এবং রেলের তরফ থেকে আরও 5 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত বাড়ি ভাড়ার টাকা মেটাবে সরকার।
শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত বাড়িগুলির চুরি রুখতে লাগানো হবে সিসিটিভি। ক্ষতিগ্রস্ত এলাকায় যেসব ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের দোকানের পরিবর্তে দোকান ও ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া বিশেষজ্ঞদের দিয়ে দুর্ঘটনাস্থলে সমীক্ষার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যসচিবের নেতৃত্বে একটি কোর গ্রুপ গঠনের ঘোষণা করেছেন তিনি। মনে করা হচ্ছে, এই বাড়ি তৈরির কাজ শেষ করতে মোটামুটি এক বছর সময় লাগবে। সেটা না হওয়া পর্যন্ত এই অঞ্চলে মেট্রোর কাজ আপাতত বন্ধ থাকবে। তবে সিদ্ধান্তের ব্যাপারে মেট্রো কর্তৃপক্ষ এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
আরও পড়ুন-বউবাজার বিপর্যয়: মেয়ের বিয়ের কেনাকাটা এখন ধ্বংসস্তূপ মাত্র






























































































































