বউবাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। আজ, মঙ্গলবার সকালে দুর্গাপিতুরি লেনে তিনতলা ওই বাড়িটি আচমকাই ভেঙে পড়ে। দুর্ঘটনায় অবশ্য হতাহেতর কোনও খবর নেই। এছাড়াও এলাকার একাধিক বাড়িতে ফাটল রয়েছে। যে কোনও মুহুর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। উল্লেখ্য, মেট্রোর টানেল তৈরির সময়েই বউবাজারের ওই এলাকার একাধিক বাড়িতে ফাটল দেখা দেয়।
আরও পড়ুন-8 বছরের মেয়েকে যৌন হেনস্থা, 5 বছর সশ্রম কারাদণ্ড আঁকার শিক্ষকের






























































































































