রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের যে কোনও বিষয়ে চটজলদি প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা ও রসবোধের সঙ্গে ইতিমধ্যেই পরিচিত রাজ্যবাসী। এহেন দিলীপকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, শোভন-বৈশাখীর কি বিজেপিতে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে? কারণ বৈশাখী নিজেই বলেছেন, নতুন দলে আসার পর যে ব্যথা ও যন্ত্রণা পেয়েছি, তা দিল্লিকে জানিয়েছি। এই প্রশ্নের প্রতিক্রিয়ায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাসতে হাসতে দিলীপ ঘোষ বলেন, নতুন বউ বাড়িতে এলে প্রথম প্রথম একটু সমস্যা হয়। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে। তারপর সেই নতুন বউ সবার সঙ্গে মানিয়ে নিয়ে একসময় বউমা হয়ে ওঠে।
রসবোধ ও সরল উপমার আড়ালে খোঁচাটা স্পষ্ট। অর্থাৎ শুধু অভিযোগ জানিয়ে লাভ নেই, নতুন দলে মানিয়ে নেওয়ার সময় ও মানসিকতা দরকার। না হলে শুধু নালিশ করে সম্মান আদায় করা যায় না।
এর আগে দিলীপের ডাল-ভাতের তুলনা সুপারহিট হয়েছিল। এবার একেবারে নতুন বউ থেকে বউমা হওয়ার পরামর্শ।






























































































































