আহিরীটোলা ঘাটে জেটির একাংশ এখনও মেরামতির কাজ চলছে। রবিবারই ভেঙে পড়া অংশ তোলার চেষ্টা করলেও উল্টে তা ফের পড়ে গিয়ে আরও ক্ষতিগ্রস্ত হয় ভাঙা অংশটি। জেটিঘাট ভেঙে পড়ায় আহিরীটোলা–গোলাবাড়ি ফেরি চলাচল এখনও বন্ধ রয়েছে। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন ফেরি চলাচল বন্ধ থাকায় চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা।
আরও পড়ুন-অসমে বাঙালি চিকিৎসককে পিটিয়ে মারার ঘটনায় ধৃত 21






























































































































