দীর্ঘদিন ধরেই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ চলছে বউবাজার অঞ্চলে।তবে তার যে এমন পরিণতি হতে, তা কেউ ভাবেননি।
ছুটির দিনে মহা বিড়ম্বনায় পড়তে হল ওই অঞ্চলের একাধিক বাসিন্দাকে। সেইসঙ্গে ছড়াল আতঙ্ক।
অনেকদিন ধরেই মাটির নিচে প্রচণ্ড শব্দে কাজ করছিল টানেল বোরিং মেশিন৷ আর তার জেরেই গোয়েঙ্কা কলেজের সামনে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উল্টোদিকের গলিতে ও স্যাঁকড়া পাড়া লেনে একাধিক বাড়িতে দেখা গেল ফাটল৷ ভেঙে পড়ল চাঙড়৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকে উত্তেজনা ছড়াল বউবাজার এলাকায়।
শনিবার রাতে ঘটনাটি ঘটেছে । রবিবার ঘটনাস্থলে যান বউবাজার থানার পুলিশ ও মেট্রো কর্তৃপক্ষ। তাঁদের সঙ্গে ছিলেন দমকল ও কলকাতা পুরসভার আধিকারিকরাও। তারা স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন যে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর রাখবে মেট্রো কর্তৃপক্ষ।
আরও পড়ুন-বিজেপিতে নাকি অনুশাসন আছে, তাহলে নবাগতা বৈশাখীর প্রকাশ্যে দলবিরোধী মন্তব্যের পরও ব্যবস্থা নয় কেন?






























































































































