দেশের আর্থিক অবস্থা খুবই চিন্তার। আর্থিক বৃদ্ধির হার 5% হওয়ার ইঙ্গিত হল আমরা দীর্ঘায়িত মন্দার মধ্যে রয়েছি, এমনই মন্তব্য করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । বর্তমান সরকারের আর্থিক নীতির কারণে বহু মানুষ চাকরি হারিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ‘অনেক দ্রুত গতিতে এগোনোর ক্ষমতা রয়েছে দেশের। মানুষের তৈরি এই মন্দা থেকে দেশের অর্থনীতিকে বের করতে শুভবুদ্ধিসম্পন্ন সবার পরামর্শ নেওয়া প্রয়োজন।’
সরকারি তথ্যে অনুযায়ী , 30 জুন শেষ হওয়া আর্থিক কোয়ার্টারে গত 6 বছরে সবচেয়ে নিচে এসে দাঁড়িয়েছে ভারতীয় অর্থনীতি। এই তথ্য প্রকাশের পরই কেন্দ্রকে একহাত নিলেন মনমোহন। তিনি বলেছেন, ‘এই পথে ভারত চলতে পারে না। তাই সরকারের কাছে আর্জি জানাব, প্রতিহিংসার রাজনীতি ছেড়ে অর্থনীতিতে মন দিন।’































































































































