ডার্বির উত্তেজনা নতুন কিছু নয়। ঘটি-বাঙালের এই চিরাচরিত লড়াই বাংলার ফুটবলকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। যদিও বিগত কয়েক বছরে বাঙালি ফুটবলারের থেকে বিদেশি ফুটবলারের আধিক্য চোখে পড়েছে, তবুও ডার্বি সেন্টিমেন্ট আজও বিদ্যমান। রবিবার ছিল মরশুমের প্রথম ডার্বি। কিন্তু সকলের আশা-ভরসায় জল ঢেলে ডার্বি হয়েছে গোলশূন্য। ম্যাচ শেষে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-কে একান্তভাবে ডার্বির বিশ্লেষণ করলেন ময়দানের অন্যতম জনপ্রিয় ফুটবল তারকা মেহেতাব হোসেন।
প্রথমার্ধে কোলাডোকে বসিয়ে রাখা ও ‘আনকোরা’ মার্কোসকে ডার্বিকে নামানো প্রসঙ্গে মেহেতাব বলেন, ‘কোলাডো এর আগেও ডার্বি খেলেছে। তাই ও ডার্বির গুরুত্বটা জানে। তাই আমার মনে হয়, প্রথমার্ধে ওকে বসিয়ে রাখা ঠিক হয়নি। যদিও আমি জানি না কী কারণে ইস্টবেঙ্গল কোচ আলেসান্দ্রো কেন ওকে বসিয়ে রেখেছিল? নিশ্চই উনি কিছু ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আমার ব্যক্তিগত মত, প্রথম থেকে কোলাডোকে নামালে ইস্টবেঙ্গলে রক্ষণভাগ আরও মজবুত হত। হয়তো ডার্বি গোলশূন্য হত না। এর পাশাপাশি আমি এটাও বলব যে, আমার কেরিয়ারে আমি কখনও একটা ম্যাচও না খেলা প্লেয়ারকে ডার্বির মতো একটা হাইভোল্টেজ ম্যাচে খেলতে দেখেছি। তাই মার্কোসকে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে না নামালে হয়তো ফলাফলটা অন্য কিছু হতে পারত।’ এভাবেই ডার্বি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলেন মেহেতাব হোসেন।
আরও পড়ুন-উত্তেজক ম্যাচ হলেও মরশুমের প্রথম ডার্বি গোলশূন্য






























































































































