ভারতীয় ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে শৈলেন মান্নার নাম। রবিবার সল্টলেকের বিধান নগর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে তাঁর 96তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শৈলেন মান্নার মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন সহ বিশিষ্ঠ প্রাক্তন ফুটবলাররাও এছাড়াও উপস্থিত ছিলেন বিধান নগরের কাউন্সিলর ও খুদে ফুটবলাররা। এদিনের অনুষ্ঠানে আটটি ফুটবল কোচিন সেন্টারের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।