বাড়লো অনলাইনে দূরপাল্লার ট্রেনের টিকিটের দাম

0
6

পয়লা সেপ্টম্বর, রবিবার থেকে দূরপাল্লার ট্রেনের অনলাইন টিকিটের দাম বেড়ে গেলো। আইআরসিটিসির তরফে এক নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। সংস্থা জানিয়েছে, অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে ফের সার্ভিস চার্জ লাগু হচ্ছে। নন এসির ক্ষেত্রে এর পরিমাণ 15 টাকা। এসি ও ফার্স্টক্লাসের ক্ষেত্রে সার্ভিস চার্জ হবে 30 টাকা। এর উপর জিএসটিও লাগু হবে। সবমিলিয়ে টিকিটের দাম বেশ খানিকটা বাড়তে চলেছে।

উল্লেখ্য, তিন বছর আগে অনলাইলে টিকিট কাটার ব্যবস্থাকে জনপ্রিয় করতে সার্ভিস চার্জ তুলে দিয়েছিল আইআরসিটিসি। ফলে 2016-17 আর্থিক বর্ষে এই খাতে সংস্থার আয় 26 শতাংশ কমে গিয়েছিল। কিন্তু, চলতি বছরে ফের সার্ভিস চার্জ লাগু করার আবেদন জানায় আইআরসিটিসি। তাতে সম্মতি জানায় রেলবোর্ডও। তারপরই, সার্ভিস ট্যাক্স ফের লাগু করার সিদ্ধান্ত নেয় সংস্থা।